তারকারা যেখানেই যান, পাপারাজ্জিরা ছায়ার মতো পিছু লেগে থাকে। প্রাইভেসি নিয়ে তারকাদের তাই বেশ সাবধানে থাকতে হয়।
প্রেমিকাকে নিয়ে যাওয়ার সময় অভিনেতা বরুণ ধাওয়ানের গাড়ি এক ফটোগ্রাফারের পায়ের ওপর দিয়ে চলে যায়। মুহূর্তেই এই দুর্ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। গাড়ির পেছনের আসনে বসে ছিলেন দু’জন। যথারীতি পাপারাজ্জিরাও পিছু নেয় তাদের। কিন্তু দুর্ঘটনাক্রমে বরুণের গাড়ি এক ফটোগ্রাফারের পায়ের ওপর দিয়ে চলে যায়। এসময় চিৎকার শোনা যায়, আমার পায়ের ওপর দিয়ে চালিয়ে দিল রে! সঙ্গেসঙ্গেই ড্রাইভার গাড়ি থামান। দুর্ঘটনার পর নীরব দর্শক হয়ে হাত গুটিয়ে বসে থাকেননি বরুণ ধাওয়ান। ওই ফটোগ্রাফারের অবস্থা সচক্ষে দেখতে তিনি ছুটে গেছেন। এজন্য তিনি সমবেদনা প্রকাশ করেন। নিতান্ত দুর্ঘটনাক্রমেই ঘটে গেছে ঘটনাটা। তবে আহতের গুরুতর ক্ষতি হয়নি বলেই জানা গেছে।
শিগগিরই বরুণের ঘরে বউ হয়ে যাবেন তার প্রেমিকা নাতাশা দলল। এ বছরেই তারা গাঁটছাড়া বাঁধবেন বলে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার মধ্যরাতে চিত্রনির্মাতা শশাঙ্ক খাইতানের জন্মদিনে তারা যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনাটা ঘটে ।