আন্তর্জাতিক

বন্দুকবাজের হামলায় জার্মানিতে মৃত ৮

মাঝরাতে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের দুটি বারে হামলা চালাল অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতীরা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত আটজনের। আরও আটজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে একাধিকবার সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছে জার্মানি। ২০১৬ সালে বার্লিনে সন্ত্রাসবাদী আক্রমণে ১২ জনের মৃত্যু হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, হামলাকারীকে এখনও পর্যন্ত ধরা যায়নি। হামলাকারী একজন না একাধিক ছিল তাও নির্দিষ্ট করে জানা যায়নি। দুটি বারে একই ব্যক্তি গুলি চালায় কিনা, সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। তবে একটি বারে হামলার কিছু পরে অন্য বারে হামলা হওয়ায় এবং দুটি আক্রমণের ধরনই একরকম হওয়ায় একই ব্যক্তি দুই জায়গায় গুলি চালায় বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, ফ্র্যাঙ্কফুর্ট থেকে ২০ কিলোমিটার দূরে হানাউ–এর মিডনাইট বারে প্রথম হামলাটি হয়। তার কিছুক্ষণ পরে আরিনা বার থেকে আরও একটি গুলি চালানোর খবর আসে। প্রথম ঘটনায় তিনজন এবং পরের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর।