বিনোদন

বদলে যাচ্ছে ‘টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স’

যারা সিনেমা দেখতে পছন্দ করেন তাদের কাছে ‘টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স’ খুব পরিচিত একটি নাম। হলিউডের শীর্ষস্থানীয় এই চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানটি কয়েকবছর আগেই অধিগ্রহণ করে ডিজনি। তবে ডিজনির সাম্প্রতিক একটি সিদ্ধান্তের কারণে দর্শকরা আর এই নামটি দেখতে পারবেন না।
জানা গেছে, বদলে যাচ্ছে এবার মুভি স্টুডিওর নামটি। ডিজনি ‘টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স’ নাম থেকে ‘ফক্স’ শব্দটি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে এর নাম হতে পারে ‘টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিও’। তবে নাম বদলে গেলেও একই থাকছে এর লোগো। একই সঙ্গে ফক্স সার্চলাইট পিকচার্সের নামও বদলে যাচ্ছে। এর নাম হবে সার্চলাইট পিকচার্স। অর্থাৎ এখান থেকেও ‘ফক্স’ বাদ যাচ্ছে।

গত বছর ৭১ বিলিয়ন ডলার মূল্যে ফক্সের বিনোদন ব্যবসা ডিজনি অধিগ্রহণ করে। রুপার্ট মারডকের ফক্স করপোরেশনের অধীন ফক্স নিউজ ও ফক্স ব্রডকাস্ট নেটওয়ার্কের কারণে ডিজনির ফক্স মুভি স্টুডিওর ব্রান্ডটির নাম নিয়ে দ্বিধা তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে সেজন্যই নাম পরিবর্তন করা হয়েছে। তবে ডিজনির ফক্স টেলিভিশন প্রোডাকশন ব্যবসা, টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স টেলিভিশন ও ফক্স টুয়েন্টিওয়ান টেলিভিশন স্টুডিওর ক্ষেত্রে নাম পরিবর্তন করা হয়নি।