পশ্চিমবঙ্গের বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলার তদন্তে গতি আনতে কোমর বেঁধে নামতে চলেছে সিবিআই৷ আর তার জেরেই এবার সারদা, নারদা ও রোজভ্যালি কাণ্ডের চার তদন্তকারী আধিকারিককে বদলি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। বদলি করা হয়েছে এক ডিএসপি পদমর্যাদার অফিসারকে। কিন্তু কেন হঠাৎ একইসঙ্গে চারজনকে সরানো হল তা নিয়ে মুখ খোলেননি সিবিআইয়ের শীর্ষ আধিকারিকরা।
বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় বড় রদবদল হয়। যেখানে ১৯ জন উচ্চপদস্থ আধিকারিককে তাদের পদ থেকে অন্য পদে বদলি করা হয়৷ যাদের মধ্যে আছেন সারদা কাণ্ডের তদন্তকারী অফিসার তথাগত বর্ধন। তাঁকে কলকাতা থেকে দিল্লি ইউনিটে সরিয়ে দেওয়া হয়েছে। প্রথম থেকেই সারদার তদন্তকারী অফিসার ছিলেন তথাগত বর্ধন। কয়েক মাস আগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েন চলছিল। বারবার সিবিআইয়ের টিম রাজীবের পার্কস্ট্রিটের বাড়িতে হানা দিচ্ছিল। তখনও ওই দলের নেতৃত্বে ছিলেন তথাগত বর্ধন।
রোজভ্যালি মামলার বর্তমান তদন্তকারী আধিকারিক শোজম শেরপা। এসপি পদমর্যাদের ওই অফিসারকে পাঠানো হল ভুবনেশ্বরে। রোজভ্যালি মামলার আগের তদন্তকারি আধিকারিক ব্রতীন ঘোষালকেও ভুবনেশ্বরে বদলি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই নতুন তদন্তকারি আধিকারিক নিয়োগ করা হবে এই মামলাগুলিতে। এই বদলির সূত্রে ইতিমধ্যে কলকাতার সিবিআই অফিসে ইকোনমিক অফেন্স উইং–এ দু’জন নতুন সিবিআই আধিকারিককে পাঠানো হয়েছে৷ দিল্লিতে সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে এই দুই নতুন আধিকারিক বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলার তদন্তে গতি আনার কাজ করবেন৷