বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে বিশ্বজুড়ে। আগামী বছর ১৭ মার্চ জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো সদস্যভুক্ত বিশ্বের ১৯৫টি দেশের সঙ্গে যৌথভাবে এ দিবসটি উদযাপন করবে। এ-সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।বুধবার ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে এই সম্মেলন শেষ হয়। ১২ নভেম্বর এ সম্মেলন শুরু হয়েছিল।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে মুজিববর্ষ উদযাপন-সংক্রান্ত এক সভায় এ তথ্য জানান। জানা গেছে, প্যারিসে ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে সংস্থাটির সাধারণ পরিষদের সভাপতি আলতে সেনজাইজারের সভাপতিত্বে এবং ইউনেস্কো মহাপরিচালক আঁদ্রে আজুলে এবং বিভিন্ন কমিটি ও কমিশনের চেয়ারপারসনদের উপস্থিতিতে অনুষ্ঠিত প্লেনারি সেশনে এই প্রস্তাব গ্রহণ করা হয়। বাংলাদেশ সরকার এরই মধ্যে ২০২০ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে।
