বাংলাদেশ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করবে ইউনেস্কো

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে বিশ্বজুড়ে। আগামী বছর ১৭ মার্চ জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো সদস্যভুক্ত বিশ্বের ১৯৫টি দেশের সঙ্গে যৌথভাবে এ দিবসটি উদযাপন করবে। এ-সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।বুধবার ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে এই সম্মেলন শেষ হয়। ১২ নভেম্বর এ সম্মেলন শুরু হয়েছিল।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে মুজিববর্ষ উদযাপন-সংক্রান্ত এক সভায় এ তথ্য জানান। জানা গেছে, প্যারিসে ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে সংস্থাটির সাধারণ পরিষদের সভাপতি আলতে সেনজাইজারের সভাপতিত্বে এবং ইউনেস্কো মহাপরিচালক আঁদ্রে আজুলে এবং বিভিন্ন কমিটি ও কমিশনের চেয়ারপারসনদের উপস্থিতিতে অনুষ্ঠিত প্লেনারি সেশনে এই প্রস্তাব গ্রহণ করা হয়। বাংলাদেশ সরকার এরই মধ্যে ২০২০ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে।