ভারত–বাংলাদেশ প্রতিবেশী দেশের সম্পর্ক বরাবরই ভাল। তাই ইডেনে ভারত–বাংলাদেশ দিনরাতের টেস্টে দেখা যাবে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সব ঠিক থাকলে তবেই একমঞ্চে তিনজনকে দেখা যাবে। তেমনই ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। শতবর্ষ উদযাপনের সূচনা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে প্রতিবেশী বাংলাদেশ।
সেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বে থাকা শামি আহমেদ বলেন, ‘এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।’ ২০২০ সালের ১৭ মার্চ শতবর্ষে পা দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর ২০২০–২১ সালকে ‘মুজিব বর্ষ’ নাম দিয়েছে বাংলাদেশ।
সূত্রের খবর, ইডেনের মাঠেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সবুজ সংকেত দিয়ে দেবেন ভারতের প্রধানমন্ত্রী। তারপর ম্যাচ শেষে দু’পক্ষের মধ্যে কথাবার্তাও হবে বলে খবর।