বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুকে নতুন ফিচার

ফেসবুক চালু করেছে নতুন ফিচার। এ সেবার সাহায্যে ফেসবুক ব্যবহারকারীরা নিজ নিজ পছন্দের খবর পড়তে পারবেন। শুক্রবার নিজেদের নতুন সেবা ‘ফেসবুক নিউজ’-এর কার্যক্রম শুরু করছে মার্কিন এই সামাজিক যোগাযোগ জায়ান্ট।

ফেসবুকে ভিত্তিহীন খবরের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তাই ‘নির্ভরযোগ্য’ সংবাদ জানানোর দায়িত্ব নিচ্ছে প্রতিষ্ঠানটি। ফেসবুক অ্যাপেই যোগ করা হচ্ছে ফিচারটি; ব্যবহারকারী ওই অংশ থেকেই নানা ধরনের খবর পড়ার জন্য বেছে নিতে পারবেন। সুপরিচিত সংবাদমাধ্যমের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগোর মতো শহরগুরোর স্থানীয় সংবাদমাধ্যমের খবরও থাকবে সেখানে। তবে, ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনবিসি, ওয়াশিংটন পোস্ট, ইউএসএ টুডে, বাজফিড-এর প্রকাশিত কোনো খবর সেবাটিতে পাওয়া যাবে না। নতুন এই সেবা প্রসঙ্গে ফেসবুক বলেছে, ব্যবহাকারীদের পছন্দ মতোই খবর পরিবেশন করা হবে। মানে পুরো নিয়ন্ত্রণ থাকছে পাঠকের হাতেই। ফেসবুক অ্যাপের বড় সংগ্রহ থেকে সরাসরি খবর খুঁজেও নিতে পারবেন তারা। ভক্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবস্ক্রিপশন নির্ভর সংবাদ প্রকাশকদের কোনো খবর যদি ফেসবুক নিউজে থাকে, তবে ব্যবহারকারীরা তা বিনামূল্যেই পড়তে পারবেন। নতুন এই সেবা চালু করতে গিয়ে ফেসবুককে একটা সাংবাদিক টিম গঠন করতে হয়েছে। তারাই বিভিন্ন সংবাদমাধ্যম থেকে নির্ভরযোগ্য খবর খুঁজে বের করে তা ফেসবুক নিউজ সেবায় যোগ করবে। এ প্রসঙ্গে ফেসবুক বলেছে, সংবাদ পছন্দ করার ক্ষেত্রে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করবেন সাংবাদিকদের টিম। এ বিষয়ে মূল প্রতিষ্ঠানের কেউ নাক গলাবে না।