ব্রেকিং নিউজ

ফের ভাটপাড়া তৃণমূলের দখলে

এ যেন অর্জুন গড়ে বালাকোট স্ট্রাইক!‌ ভাটপাড়া পুরসভা পুনর্দখলের পথ প্রশস্ত হতেই তোপ দাগলেন পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানালেন, খুব শিগগিরই ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব আনবেন তাঁরা। আজই বিজেপিতে যোগদানকারী ভাটপাড়া পুরসভার ১২ জন কাউন্সিলার ফের তৃণমূলে ফিরে এসেছেন। ফলে বর্তমানে ভাটপাড়া পুরসভায় তৃণমূলের কাউন্সিলার সংখ্যা হল ১৭।
উল্লেখ্য, হালিশহর, কাঁচরাপাড়া, নৈহাটি, গারুলিয়া পুরসভা পুনরুদ্ধারের পর শাসকদলের নেতাদের নজরে ছিল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ‘দুর্গ’ ভাটপাড়া। এবার সেখানেই প্রত্যাঘাত করে দখলে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ৩৫ ওয়ার্ডের ভাটপাড়া পুরসভায় সাংসদ হওয়ার পর পদত্যাগ করেন অর্জুন সিং। একজন কাউন্সিলার এখন জেলে রয়েছে। আর একজন কাউন্সিলারের মৃত্যু হয়েছে। অর্থাৎ বোর্ডে এই মুহূর্তে ৩২ জন কাউন্সিলার। তার মধ্যে তৃণমূলের কাউন্সিলার ছিলেন ২৩ জন। আর বিজেপি’‌র ছিলেন ৯ জন। কিন্তু লোকসভা ভোটের ফল বেরনোর পর এই ২৩ জনের মধ্যে ৫ জন ছাড়া বাকি সবাই পদ্ম শিবিরে নাম লেখান। ফলে ভাটপাড়া পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় তৃণমূল। বিজেপি’‌র কাউন্সিলার সংখ্যা হয় ২৬ জন। অর্জুন সিংয়ের হাত ধরে ভাটপাড়া পুরসভা বিজেপি’‌র দখলে আসে।
১২ জন তৃণমূলে ফিরে আসায় পুরসভা দখল করার জায়গায় চলে এল তৃণমূল। নতুন করে ১২ জন কাউন্সিলার ঘরে ফেরায় ভাটপাড়া পুরসভা তৃণমূলের এবার কাউন্সিলারের সংখ্যা হল ১৭। বর্তমানে বিজেপি’‌র আসন হল ১৪টি। পাশাপাশি এদিনই কাউগাছি ও পানপুর পঞ্চায়েতের একাধিক সদস্য তৃণমূলে ফিরলেন। ভাটপাড়া পুরসভা পুনর্দখলের পথ পরিষ্কার হয়ে উঠতেই ফিরহাদ হাকিম তোপ দেগে বলেন, ‘‌ভাটপাড়ায় আমেদাবাদের মতো সন্ত্রাস চলেছে। একজন এমপি বলেছিল ভাটপাড়া মুক্তাঞ্চল হয়ে যাবে। সন্ত্রাস চলছিল ধর্মীয় স্থান থেকে সব জায়গায়। মনে হচ্ছিল আলাদা হয়ে যাবে এই জায়গা। গুন্ডামি চলছিল। সেই ভাটপাড়া শান্ত হয়েছে। ওদের ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। গুন্ডামি করে, ভয় দেখিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। ওদের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। বিজেপি সেটা মুছবে কীভাবে?‌’‌