দিল্লিতে ভোট মেটার সঙ্গে সঙ্গেই বুধবার থেকে অনেকটাই বাড়িয়ে দেওয়া হল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। কলকাতায় সিলিন্ডারপিছু দিতে হবে অতিরিক্ত ১৪৯ টাকা। দিল্লি, মুম্বইয়ে সিলিন্ডার পিছু গ্যাসের দাম বাড়ছে যথাক্রমে ১৪৪.৫০ এবং ১৪৫ টাকা। আর কলকাতা ও চেন্নাইয়ে বাড়ছে ১৪৯ ও ১৪৭ টাকা। এই নিয়ে টানা ছ’বার দাম বাড়ল গ্যাসের। ২০১৯ সালের জুলাইয়ে শেষবার কমেছিল ভর্তুকিহীন গ্যাসের দাম।
দাম বাড়ার পর এবার কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ৮৯৬ টাকা। আগে এই দাম ছিল ৭৪৭ টাকা। পাশাপাশি দিল্লিতে সিলিন্ডার পিছু দাম ৭১৪ টাকা থেকে বেড়ে ৮৮৫ টাকা ৫০ পয়সা, মুম্বইয়ে ছিল ৬৮৪ টাকা। বেড়ে হল ৮২৯ টাকা ৫০ পয়সা।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রতি মাসে গ্যাসের দাম খতিয়ে দেখে পেট্রোলিয়াম সংস্থাগুলি। বর্তমানে পরিবার পিছু বছরে ১২টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার দেয় সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভর্তুকি বাড়িয়ে দেয় সরকার। আবার দাম কমলে কমে যায় ভর্তুকি। ফেব্রুয়ারি মাসের শুরুতেই বেড়েছিল ভর্তুকিহীন গ্যাসের দাম। এবার ফের হেঁসেলে চাপ বাড়াল কেন্দ্র।