আন্তর্জাতিক

ফের বাংলা ভাষা পেল আন্তর্জাতিক মর্যাদা

আবার সেরার সেরা স্বীকৃতি পেল বাংলা ভাষা। আর তাতে মনে করা হচ্ছে এটা একপ্রকার বাঙালির বিলেত জয়! লন্ডনে বাংলা ভাষা দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল। স্বভাবতই যা বাঙালিদের কাছে গর্বের। কারণ সরকারিভাবে লন্ডনে ইংরেজির বাইরে সবথেকে বেশি ব্যবহৃত ভাষা হিসেবে স্বীকৃতি পেয়ে গেল বাংলা। তার পরেই রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা।
জানা গিয়েছে, ভারত–বাংলাদেশ মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলেন। লন্ডনে ইংরেজির পরেই সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। লন্ডনে বসবাসকারী ৩ লক্ষ ১১ হাজার ইংরেজি না বলা মানুষের মধ্যে ১ লক্ষ ৬৫ হাজার মানুষ কথা বলেন এই তিন ভাষায়। তার মধ্যে বাংলা ভাষা ব্যবহারকারীর সংখ্যাই প্রায় ৭১ হাজার ৬০৯।
‘‌সিটি লিট’‌ নামক একটি সংস্থা সমীক্ষা করে এই রিপোর্ট প্রকাশ করেছে। লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র‌্য ও বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বাড়াতেই এই সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষায় বলছে লন্ডনবাসী ব্রিটিশদের মাত্র ৮ শতাংশ মাতৃভাষার বাইরে অন্য কোনও ভাষা স্বাভাবিকভাবে বলতে পারেন। এই সমীক্ষা থেকেই জানা গিয়েছে লন্ডনের ৩ লক্ষ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনও না কোনও বিদেশি ভাষায় কথা বলে থাকেন। আর ব্রিটিশদের মধ্যে মাত্র ৩ শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন।