লিড নিউজ

ফের নবান্ন–রাজভবন সংঘাত চরমে!‌

শিক্ষক সমিতিগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যদি কোনও সমস্যা হয় আমাদের কাছে আসুন। অন্য কারও কাছে যাওয়ার প্রয়োজন নেই। এই মন্তব্যই হজম করতে পারেননি রাজ্যপাল জগদীপ ধনকার। বুধবার টুইট করে তারই জবাব দিলেন খোদ তিনি। যদিও মুখ্যমন্ত্রী কারও নাম করে কিছু বলেননি। বুধবার সকালে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের উল্লেখ করেই নতুন তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকার। টুইটারে লিখলেন, ‘‌এই মন্তব্যের প্রকৃত অর্থ বুঝতে চাইছি।’‌
এদিকে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে টুইট করলেন রাজ্যপাল লিখলেন, ‘‌রাজ্যপাল হিসেবে আমার সব পদক্ষেপই সংবিধান মেনেই।’‌ আর এই টুইটের জেরেই রাজভবন–নবান্ন আবার দ্বৈরথ তৈরি হল বলে জল্পনা শুরু হয়েছে। নেতাজি ইন্ডোরে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ শিক্ষকদের নতুন পে স্কেল দেওয়ার ঘোষণার সময় বলেছিলেন, ‘আমাদের সরকার জনাদেশে নির্বাচিত। ঠিক যেমন কেন্দ্রেও ভোটে জিতে সরকার তৈরি করেছে একটি রাজনৈতিক দল। সংবিধান আমাদের হাতেও কিছু ক্ষমতা দিয়েছে। কাজেই আপনারা যে কোনও সমস্যায় আমাদের কাছে আসুন, অন্য কারও কাছে যাওয়ার দরকার নেই।’
আর রাজ্যপাল লেখেন, ‘‌আমি এই মন্তব্যের প্রচ্ছন্ন ইঙ্গিত বোঝার চেষ্টা করছি। এটুকু বলতে পারি রাজ্যপাল বা আচার্য হিসেবে যা করেছি তা সংবিধান মেনেই করেছি। বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী মেনেই চলেছি।’ তবে এখন দেখার রাজ্য–রাজ্যপাল সংঘাত কোন পর্যায়ে যায়।