বিনোদন

ফেঁসে গেলেন মিমি

অভিনেত্রী মিমি চক্রবর্তীর আরেক পরিচয় তিনি জনপ্রতিনিধি। যাদবপুরের তৃণমূলের এমপি হিসেবে সংসদে তিনি কথা বলেন। আর নিজের সেই পরিচয় তেলের বিজ্ঞাপনে ব্যবহার করে ফেঁসে গেছেন তিনি। এরপর অন্যান্য এমপিরা তাকে তুলোধুনো করেছেন। কারণ নিয়মের বাইরে গিয়ে তিনি বিজ্ঞাপন করেছেন। এতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠে মিমির বিরুদ্ধে। নিহার ন্যাচারাল ব্র্যান্ডের তেলের বিজ্ঞাপনের মডেল হিসেবে মিমি বেশ কয়েক বছর ধরে কাজ করছেন। সম্প্রতি তিনি ওই ব্র্যান্ডের তেলের আরেকটি বিজ্ঞাপন করেন। সেখানে যোগ্যতার ভিত্তিতে চুলের বিন্যাসের বিষয়টি তুলে ধরতে তিনি নিজেকে জনপ্রতিনিধি হিসেবে বিজ্ঞাপনে উল্লেখ করেন। এতেই শুরু হয়েছে চরম বির্তক।

চলমান ও সাবেক অনেক এমপিরা মনে করছেন, মিমি ‘অফিস অব প্রফিট’ আইন লঙ্ঘন করেছেন। তাই বাতিল হতে পারে তার এমপির পদ।

এদিকে মিমি জানান, তিনি জানতেন না নিয়মটা। তাকে স্ক্রিপ্টে দেখে যা পড়তে বলা হয়েছিল, তিনি তাই পড়েছেন। তবে বিজ্ঞাপন সংস্থার সঙ্গে আলোচনা করে বিতর্কিত অংশটি বাদ দেয়া হবে বলে তিনি জানান।