ফিলিপাইনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ১৯ কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকরা ট্রাকটিতে ধান বীজের বস্তা বহন করছিলেন। তারা ফিলিপাইনের কোনোর শহর থেকে সরকারের ভর্তুকি দেওয়া ধান বীজ নিয়ে বাড়ি ফিরছিলেন। গন্তব্যে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে যায়। এতে ১৯ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ বলছে, পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে ২০ মিটার গভীর খাদে পড়ে যায়। এসময় ট্রাকটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।