ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী স্টেডিয়ামটির নতুন নাম ‘অরুণ জেটলি স্টেডিয়াম’। দিল্লির রাজ্য ক্রিকেট সংস্থা ডিডিসিএ’র সাবেক সভাপতি ছিলেন সদ্যপ্রয়াত বিজেপি নেতা ও সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি। ১৯৯৯ সাল থেকে ২০১৩ দীর্ঘ সময় ডিডিসিএ’র সভাপতি থাকা অরুণ জেটলির প্রতি সম্মান প্রদর্শনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্টেডিয়ামের নাম অরুন জেটলি করা হলেও মাঠের নাম ফিরোজ শাহ কোটলাই রাখা হয়েছে।
সালতানাতের বিখ্যাত সুলতান ফিরোজ শাহর দুর্গের নামেই নামকরণ করা হয়েছিল বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের। কোটলা শব্দটির অর্থই হচ্ছে দুর্গ। কলকাতার ইডেন গার্ডেনের পর ভারতের সবচেয়ে পুরাতন স্টেডিয়াম হচ্ছে ফিরোজ শাহ কোটলা।
বিখ্যাত এই ক্রিকেট স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম রাখা হয়েছে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির নামে। বৃহস্পতিবার, জওহরলাল নেহরু স্টেডিয়ামের ওয়েটলিফটিং অডিটোরিয়ামে নাম বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি এবং ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী পীযূষ গোয়াল, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর এবং বিসিসিআইয়ের কর্তাব্যক্তিরা।