খেলাধুলা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখন ঢাকায়

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখন ঢাকায়। আজ বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী বিমান। মাত্র ১৫ ঘণ্টার ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ফিফা সভাপতি। বিমানবন্দরে সবাইকে শুভ সকাল জানিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন ইনফান্তিনো। চার সঙ্গী নিয়ে কিছু কর্মসূচিতে যোগ দেবেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এ প্রধান। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইনফান্তিনোর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সেখান থেকে তিনি দুপুর সোয়া ১২টায় আসবেন মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে। ফিফা সভাপতিকে দেশীয় জামদানি শাড়ি উপহার দেবে বাফুফে। আর প্রধানমন্ত্রীর হাত দিয়ে বাংলাদেশ দলের একটি জার্সি (১০ নম্বর) উপহার দেওয়া হবে তাঁকে, যেটির পেছনে ইনফান্তিনোর নাম থাকবে। তাঁর সফরসঙ্গীদের দেওয়া হবে দেশে তৈরি টেবিল ম্যাট। এশিয়া সফরের অংশ হিসেবেই ইনফান্তিনোর ঢাকায় আসা। তিনি এসেছেন মঙ্গোলিয়া থেকে। সঙ্গী রয়েছেন ফিফার ডেপুটি সেক্রেটারি জেনারেল (ফুটবল) ম্যাটিয়াস গ্রাফসস্ট্রম, চিফ অব কমিউনিকেশনস অনোফ্রি কস্তা, ডিরেক্টর অব মেম্বার অ্যাসোসিয়েশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া এবং প্রেসিডেন্টস অফিস ম্যানেজার ফেদেরিকো রিভিগলিওন।