বিনোদন

ফারহান আখতার আহত

অভিনেতা ফারহান আখতার তার আসন্ন ছবি ‘তুফান’ এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। এতে তাকে একজন বক্সারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমায় চরিত্রকে নিঁখুতভাবে ফুটিয়ে তোলার জন্য এ অভিনেতা পরিশ্রমের কোন ঘাটতি রাখছেন না। নিয়ম মেনে চলছিল বক্সিংয়ের প্রাকটিস। আর এতেই ঘটে গেল বিপত্তি।

রোববার তার আহত হওয়ার খবর ফারহান নিজেই নিশ্চিত করেন। ইনস্টাগ্রামে এক্স-রে-এর ছবি শেয়ার করে ফারহান লেখেন, ‘প্রথমবার বক্সিং করতে গিয়ে আহত হলাম। হাতের হ্যামেট বোনে হেয়ার লাইন ফ্র্যাকচার দেখা গেছে।’

এ ছবিতে ফারহানের কোচের ভূমিকায় পরেশ রাওয়ালকে দেখা যাবে। এ ছাড়াও রয়েছেন ম্রুনাল ঠাকুর, ঋষি কাপুর। রাকেশ মেহেরা পরিচালিত ‘তুফান’ ২০২০ সালে মুক্তি পাবে। ফারহান আখতার অভিনীত ‘দ্য স্কাই ইজ পিংক’সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছেন। এর আগে রাকেশের পরিচালনায় ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে দারুণ অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন ফারহান।