লিড নিউজ

ফাঁসি ৩ মার্চ, নির্ভয়ার ধর্ষকদের মৃত্যু পরোয়ানা

৩ মার্চ সকাল ৬টায় ফাঁসি হতে চলেছে নির্ভয়ার চার ধর্ষকের। সোমবার মৃত্যুদণ্ড কার্যকর পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা কোর্ট। তিহাড় জেল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে নতুন পরোয়ানা জারি করেছেন দায়রা আদালতের অতিরিক্ত বিচারক ধর্মেন্দ্র রানা।
কিন্তু এই দিনক্ষণও কি চূড়ান্ত? এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ, পবন গুপ্তের হাতে এখনও দু’টি আইনি বিকল্প রয়েছে। আবার সমস্ত আইনি প্রক্রিয়ার পরেও ১৪ দিন সময় দিতে হয় ফাঁসির জন্য। সেই হিসেবে পবনের আইনি প্রক্রিয়া শেষ করতে হবে দু’দিনের মধ্যে। পবন এই দু’দিনের মধ্যে আবেদন করবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
যদিও আদালতের নির্দেশে এখনও সন্তোষ প্রকাশে রাজি নন নির্ভয়াকাণ্ডে নির্যাতিতার মা আশা দেবী। সংবাদসংস্থা এএনআই–কে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখনও খুশি হতে পারছি না। কারণ, এই নিয়ে তৃতীয়বার মৃত্যুদণ্ড পরোয়ানা জারি করা হল। আমরা অনেকদিন ধরেই লড়াই করছি, তাই মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি হওয়া ভালো খবর। আশা করছি, ৩ মার্চই ধর্ষকদের ফাঁসি হবে।
উল্লেখ্য, ২০১২ সালে প্যারামেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের পর খুনের ঘটনায় চার দণ্ডিত মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর এবং পবন গুপ্তের ফাঁসির আদেশ দেয় নিম্ন আদালত। তার পর থেকেই দীর্ঘ আইনি লড়াই চলছে। পবন গুপ্ত বাদে তিন জনই তাঁদের সমস্ত আইনি বিকল্প শেষ করে ফেলেছেন। সর্বশেষ প্রাণভিক্ষার আর্জিও খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।