বিনোদন

ফটোগ্রাফারের ফোন কেড়ে নিলেন দীপিকা

কোনো না কোনো কারণে অভিনেত্রী দীপিকা পাডুকোন সংবাদের শিরোনাম হন। এবার তিনি এক ফটোগ্রাফারের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে হুলস্থূল কাণ্ড ঘটিয়ে বসলেন! আর সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তা ছড়িয়ে পড়ে।

সম্প্রতি তার নতুন সিনেমা ‘ছপাকের’ প্রচারণায় ব্যস্ত দীপিকা। সিনেমার প্রচারে বেরিয়ে এক ফটোগ্রাফারের ফোনের কভার দীপিকার ভীষণ পছন্দ হয়। লোভ সামলাতে না পেরে তিনি খপ করে ফোনটাই কেড়ে নেন। এরপর ফটোগ্রাফারকে বলেন, এই কভার খুব পছন্দ হয়েছে তার। তিনি ব্যবহার করতে চান এটা। আর নায়িকার এ কথা শুনে উপস্থিত সকলেই অবাক। কভার দেখে এতটাই মনে ধরে দীপিকার যে রীতিমতো বায়না জুড়ে দেন, ‘প্লিজ দিয়ে দাও কভারটা আমাকে। আমি ব্যবহার করব!’ দীপিকার অবস্থা দেখে উপস্থিত সকলে হাসতে থাকেন। ফটোগ্রাফারও হেসে ফেলে বলেন, অবশ্যই নিন। এটা আপনার জন্মদিনের আগাম উপহার। প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি দীপিকার জন্মদিন।’

‘ছপাক’ ছবিটি অ্যাসিডে আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ওপর নির্মিত হয়েছে। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। ২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পাবে মেঘনা গুলজারের এই সিনেমাটি।