লিড নিউজ স্বাস্থ্য

প্রৌঢ়ের মৃত্যুতে করোনায় বলির সংখ্যা দেশে ১১

মারণ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। করোনায় আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল ভারতে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তামিলনাড়ুতে প্রাণ গেল ৫৪ বছরের এক প্রৌঢ়ের। ফলে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। যা যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জানা গিয়েছে, বুধবার ভোরে তামিলনাড়ুর এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। কোভিড–১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল তামিলনাড়ুতে। করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
তিনি জানান, ওই ব্যক্তির অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। ওই ব্যক্তির শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। উচ্চ রক্তচাপজনিত সমস্যাও ছিল। তাঁকে বাচানোর জন্য সবরকম চেষ্টা করা হয়েছিল। কিন্তু এদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
উল্লেখ্য, তামিলনাড়ুতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। তার মধ্যে ৩ জন মহিলা। দেশে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। দেশে আক্রান্ত ৫৩৬ জন। গোটা দেশে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।