সৌন্দর্য, অভিনয় সব কিছুতেই বলিউড নায়িকারা একে অপরকে টেক্কা দেন। এমনকি অর্থসম্পদ নিয়েও চলে প্রতিযোগিতা। ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার এ নিয়েও হিসেব চলে। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটদের পেছনে ফেলে প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার ধরে রেখেছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে জনপ্রিয় সেলেব্রিটিদের একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে ভারত থেকে শীর্ষে রয়েছেন ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি। দ্বিতীয় স্থানেই অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যার ইনস্টাগ্রামে ফলোয়ার ৫০ মিলিয়ন। বিরাটের ফলোয়ার ৫০.৪ মিলিয়ন।
ফলোয়ার সংখ্যার ভিত্তিতেই ইনস্টগ্রামের নির্ধারিত হয় টাকার অঙ্ক। যার ফলোয়ার যত বেশি, ইনস্টাগ্রামে ব্র্যান্ডের বিজ্ঞাপন করার জন্য তিনি তত বেশি টাকা পান। ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য প্রিয়াঙ্কা প্রায় এক কোটি ৯৪ লাখ টাকা পেয়ে থাকেন। বিরাটের ফলোয়ার বেশি হলেও তার টাকার অঙ্ক এ ক্ষেত্রে কম, এক কোটি ৪০ লাখ। তৃতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন।