লিড নিউজ

প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তথ্য দলীয় সাইটে দিতে সুপ্রিম নির্দেশ

নির্বাচনে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে মামলা চললে, তার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট দলের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। দুর্বৃত্তায়ন রুখতে নেতাদের ফৌজদারি রেকর্ডের বিবরণ দলীয় ওয়েবসাইটে তুলতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এমনকী প্রার্থীদের অপরাধের রেকর্ডও ওয়েবসাইটে তোলার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
সর্বোচ্চ আদালতের নির্দেশ, ফৌজদারি মামলা চলছে এমন কাউকে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করালে মনোনয়নের ৪৮ ঘণ্টার মধ্যে ওই প্রার্থীর বিরুদ্ধে থাকা অপরাধমূলক কাজের অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য পার্টির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। একই তথ্য একই সময়সীমার মধ্যে সোশ্যাল মিডিয়া ও সংবাদপত্রে প্রকাশ করতে হবে। কেন অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ সত্ত্বেও ওই ব্যক্তিকে ভোটের টিকিট দেওয়া হয়েছে, তার ব্যাখ্যাও আপলোড করতে হবে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আদৌ কোনও শাস্তি হয়েছিল কিনা তাও জানাতে হবে।
নির্বাচনে জয়ের সম্ভাবনা রয়েছে এই যুক্তিতে কোনও অভিযুক্তকে প্রার্থী করা ঠিক নয় বলে স্পষ্ট মত প্রকাশ করল সুপ্রিম কোর্ট। যদি কোনও রাজনৈতিক দল এই নির্দেশ অমান্য করে বা নির্বাচন কমিশন ব্যবস্থা না নেয়, তবে তা আদালত অবমাননা হিসেবেই গণ্য হবে। আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় ও অন্যান্যদের দায়ের করা আদালত অবমাননা সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতেই বৃহস্পতিবার এই রায় দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম।