ব্রেকিং নিউজ

প্রসাদে মিলল মৃত টিকটিকি!‌

শবরীমালা মন্দিরের প্রসাদে টিকটিকি!‌ আর তা ঘিরে বিতর্কের অন্ত নেই। এক ভক্ত নালিশ করেন, শবরীমালার প্রসাদ আরাভানা পায়সম প্রসাদের প্যাক করা টিনের ভেতরে মরা টিকটিকে পাওয়া গিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কেরলের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ লোকনাথ বেহরা অতিরিক্ত ডিজিপি–কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
কেরল পুলিশের মুখপাত্র ভি পি প্রমোদ কুমার জানান, ডিজিপি অভিযোগ পেয়েছেন এবং অতিরিক্ত ডিজিপি পরবেশ সাহিবকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এমনকী তাড়াতাড়ি তদন্তের রিপোর্টও জমা দিতে বলেছেন। যদি সরকারিভাবে অভিযোগের তথ্য জানানো হয়নি। পুলিশ সূত্রে খবর, তিরুঅনন্তপুরম থেকে শবরীমালায় তীর্থ করতে আসা এক পুণ্যার্থী ১২ ক্যান পায়েস কেনেন। বাড়ি ফিরে একটি খুলে দেখেন ভেতরে মরা টিকটিকি আছে। মন্দিরের এক মুখপাত্র অবশ্য অন্তর্ঘাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তাঁর দাবি, পরিচ্ছন্নভাবেই তৈরি হয় মন্দিরের প্রসাদ। তাহলে টিকটিকি এল কোথা থেকে?‌
আরাভানা পায়েস তৈরি হয় চাল, গুড়, ঘি, নারকেল, জিরেগুঁড়ো, এলাচ দিয়ে। মন্দিরের প্রায় ৬০ শতাংশ আয় আসে এই প্রসাদ বিক্রি থেকেই। তীর্থযাত্রার মরশুম শুরু হওয়ার আগে থেকেই এই বিশেষ পায়েস তৈরি শুরু করা হয়। ২৫০ গ্রাম ওজনের প্রায় ৪৮ হাজার ক্যান বিক্রি হয় রোজ। এই বছর আনুমানিক ২ কোটি পায়েসের টিন তৈরি করার কথা রয়েছে। তবে এই ঘটনার পর তা বিবেচনা করা হতে পারে বলে সূত্রের খবর।