শীত পড়তেই দিল্লিতে বারবার আগুন লাগছিল। তাছাড়া গোটা দেশে এখন আগুন জ্বলছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন দিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গে আগুন লাগল। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন হাজির হয়েছে। সন্ধ্যা ৭.২৫ মিনিট নাগাদ আগুন লাগে বলে খবর৷ যদিও হতাহতের কোনও খবর নেই। শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, ৯ লোক কল্যাণ মার্গে সন্ধ্যায় সামান্য আগুন লাগে। প্রধানমন্ত্রীর বাড়ি কিংবা অফিস এলাকায় কোনও আগুন লাগেনি। রিসেপশন অফিসে আগুন লাগে। দ্রুত দমকলের ৯টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে আগুনও।
দমকল সূত্রে খবর, আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে হাজির হয় এক এক করে দমকলের মোট ৯টি ইঞ্জিন। তবে এটি ছোট মাত্রার আগুন ছিল। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ বেগ পেতে হয়নি দমকল কর্মীদের। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। প্রশাসনের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। উল্লেখ্য, শেষবার মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লেগেছিল।