সব আন্দোলন উপেক্ষা করে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। আর এতে ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার বাবার জন্মসনদ দেখতে চেয়ে আলোচনায় এসেছেন বলিউডের স্বনামধন্য পরিচালক অনুরাগ কাশ্যপ। গত বছর নাগরিকত্ব সংশোধনী বিল পাসের সময় অনুরাগ টুইটারে বেশ সরব ছিলেন। বিলটির বিরোধিতা করে বেশ কিছু পোস্ট দেন তিনি। বিল থেকে আইন হওয়ার পর অনুরাগ নিরবই ছিলেন। হঠাৎ ফের তিনি নাগরিকত্ব সংশোধনী বিলের সমালোচনা করলেন। শুক্রবার টুইটারে অনুরাগ দুটি পোস্ট দেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি মোদি ও তার বাবার জন্ম সনদও দেখতে চান।
অনুরাগ প্রথম টুইটে লেখেন, ‘মোদিজি কতদূর পড়াশোনা করেছেন, আগে সেটা দেখান। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আপনি যে পড়াশোনা করেছেন সেই ডিগ্রি দেশবাসীকে দেখান। প্রমাণ করুন আপনি শিক্ষিত। তারপর কথা হবে।’
দ্বিতীয় টুইটে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী ও তার বাবার জন্ম সনদ দেখতে চাই। প্রধানমন্ত্রী আগে গোটা পরিবারের জন্ম সনদ দেখাক। তারপর দেশবাসীকে প্রমাণ দেখাতে বলুন।’