শুক্রবার একদিনের সফরে অসম যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগে দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করল অসম পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন এক ব্যক্তিকে। অসম পুলিশের দাবি, ধৃত আলফার ক্যাডার। দুটি আইইডি–ই পাওয়া গিয়েছে অসমের রাজধানী গুয়াহাটিতে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে গত ২৭ জানুয়ারি নয়াদিল্লিতে ঐতিহাসিক শান্তিচুক্তি সাক্ষরিত হয়েছিল। দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যেই ওই চুক্তি। ওই দিনটি স্মরণীয় করে রাখতেই শুক্রবার, ৭ ফেব্রুয়ারি কোকরাঝড়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দিতেই শুক্রবার অসমে আসছেন প্রধানমন্ত্রী। তিনিই মূল বক্তা। কিন্তু তার আসার আগে এমন ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে।
গুয়াহাটির পুলিশ কমিশনার মুন্না প্রসাদ গুপ্তা জানান, পল্টনবাজার এবং পানবাজার এলাকা থেকে এই দুটি আইইডি উদ্ধার হয়েছে। ওই বিস্ফোরক ডিভাইসগুলি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে আলফার যোগ থাকতে পারে। ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আলফার সদস্য।
প্রধানমন্ত্রীকে নিশানা করেই ওই দুটি বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পল্টনবাজার ও পানবাজার এলাকা থেকে এই দুটি আইইডি উদ্ধার হয়েছে। ওই বিস্ফোরক ডিভাইসগুলি নিষ্ক্রিয় করা হয়। ঘটনার সঙ্গে আলফার যোগ থাকতে পারে। ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আলফার সদস্য।
একইদিনে অসমের পানিখাইতি থেকেও ৫টি আইইডি উদ্ধার হয়েছে।