রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিলগ্নিকরণ কোনও সমাধান নয়। প্রধানমন্ত্রীর উচিত ছিল বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা। প্রয়োজনে সর্বদলীয় বৈঠকও ডাকতে পারেন।’ বুধবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, ভারত পেট্রোলিয়াম–সহ পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট।
এদিকে এদিন মুখ্যমন্ত্রী জানান, এয়ার ইন্ডিয়ার মতো সংস্থা বিলগ্নিকরণ করে কখনই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রধানমন্ত্রীর উচিত এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা। কেন্দ্রীয় এই সিদ্ধান্তের জেরে কর্মসংস্থানেও প্রভাব পড়বে বলে আশঙ্কা করেছেন তৃণমূল নেত্রী।
বুধবার মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, বিপিসিএল–শিপিং কর্পোরেশনের যত শেয়ার সরকারের হাতে রয়েছে তার সবটাই বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া হবে। ৭৫টি জাতীয় সড়ক প্রকল্পকেও বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ভবিষ্যতে আরও রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের পথ প্রশস্ত করা হবে বলেও জানানো হয়েছে।