রাজ্য

প্রধানমন্ত্রীকে চিঠি মান্নান–সুজনের

সারদা, নারদ–সহ আর্থিক অনিয়মের তদন্তে কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে বিলম্বের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করল কংগ্রেস–বাম পরিষদীয় দল। প্রধানমন্ত্রীকে যৌথভাবে চিঠি দিয়ে আব্দুল মান্নান–সুজন চক্রবর্তীরা লিখেছেন, দুর্নীতিতে অভিযুক্ত সাংসদ–রাজনীতিক, আমলা ও ব্যাঙ্ক আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত এগোনোর ব্যাপারে দীর্ঘদিন সবুজ সংকেতের অপেক্ষায় থাকতে হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে।
সেই চিঠিতে তাঁরা স্মরণ করিয়ে দিয়েছেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী রাজ্যে এসে আম জনতাকে কথা দিয়েছিলেন, আর্থিক দুর্নীতিতে দোষীদের কাউকে ছাড়া হবে না। সরকার উপযুক্ত পদক্ষেপ করবে। কিন্তু প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির সঙ্গে তদন্তের বাস্তবতার মিল নেই। নারদ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশে সম্মতি দেওয়ার ক্ষেত্রে সংসদের এথিক্স কমিটি চার বছর ধরে কেন চুপ করে আছে?‌ চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে।
এমনও অভিযোগ করেছেন তাঁরা, ‘‌আমরা ধরে নিতে বাধ্য হচ্ছি, রাজনৈতিক কারণেই কেন্দ্রীয় সরকার তদন্ত এগোনোর সবুজ সংকেত দিতে দেরি করছে। কেন্দ্রের এই নীরবতা দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে। আশা করি, আপনি উপযুক্ত পদক্ষেপ করবেন।’‌