বাংলাদেশ

প্রথম করোনার বলি বাংলাদেশে

এই প্রথম বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিরেক্টর অফ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। এখন পর্যন্ত বাংলাদেশে ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত। নতুন করে আক্রান্ত তিনজনের দু’‌জন ইতালি এবং কুয়েত থেকে এসেছেন। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, ‘‌আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে! বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে এসে মারা গিয়েছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন।’‌
জানা গিয়েছে, চিকিৎসক ও অধ্যাপকদের দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চিকিৎসকদের নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করে চিকিৎসা সেবা দিতে বলা হয়েছে। তিন থেকে চারজন রোগীর বক্তব্য শোনার পর তাদের হাসপাতালের বাইরে সরকারের বরাদ্দ করা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। সেখানে এসব রোগীদের করোনা ভাইরাস ধরা পড়ে।
ডিরেক্টর অফ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) জানিয়েছে, দেশে মোট ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরপর গাজিপুরে কোয়ারেনটিনে থাকা একজনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছে।