বিনোদন

প্রতিবাদ করলেন অমিতাভ

নাগরিকত্ব আইন সংশোধনী বিলের প্রতিবাদে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপরে পুলিশের ন্যক্কারজনক আক্রমণে বেশ কিছু বলিউড তারকা আওয়াজ তুলেছেন। কিন্তু সামনের সারির তারকারা বাদ চলে যাচ্ছিলেন। সেই তাঁদেরকে খোঁচা দিয়ে নেটপাড়ার মানুষজন শুরু করলেন #ShameonBollywood। কখনও আবার খোঁচার মাত্রা ছাড়িয়ে গিয়ে ট্রেন্ডিং হল #Bollywoodkebekarbuddhe।

ট্যুইটারে কেউ কেউ বলিউডের নামজাদা তারকাদের সোজা প্রশ্ন ছুড়ে দিলেন। শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া- এঁরা সব কোথায়? আর এমনই পরিস্থিতিতে বলিউডের শাহেনশা ট্যুইট করলেন। দেরিতে হলেও তিনি সারা দেশে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালেন। অমিতাভ বচ্চন ট্যুইটে লিখলেন, ‘দিল্লিতে যা ঘটল তার জন্য সত্যিই আমি ব্যথিত, ভীত এবং সন্ত্রশ্ত। শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদের জবাব দেওয়া হল কাঁদানে গ্যাস আর জল কামান ছুঁড়ে!’

জামিয়া মিল্লিয়ার প্রতিবাদরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের হামলার ঘটনায় বলিউডের নতুন ব্রিগেড এককাট্টা হয়েছেন। রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, রিচা চাড্ডা, কঙ্কণা সেনশর্মাদের মতো তারকাদের তীব্র প্রতিবাদ করতে দেখা গিয়েছে। পরিচালকদের মধ্যে অনুরাগ কাশ্যপ, অপর্ণা সেন, অলঙ্কৃতা শ্রীবাস্তব, বিশাল ভরদ্বাজদের। জামিয়ায় ছাত্র-ছাত্রীদের উপরে পুলিশের আক্রমণের একটি পোস্টে অভিনেতা অক্ষয় কুমারকে লাইক করতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে বিতর্ক দানা বাঁধতেই তিনি সেই পোস্টে আনলাইক করে দেন। আর ভুলস্বীকার করে বলেন, ‘আমি ভুল করে লাইক করে ফেলেছি।’ এর জন্য পরিচালক অনুরাগ কাশ্যপ তীব্র আক্রমণও করেন অক্ষয়কে। অন্যদিকে প্রথম সারির অভিনেতাদের মধ্যে অজয় দেবগণকে ঘটনার প্রতিবাদ করতে দেখা গেছে।