রাজ্য

প্রতারণা চক্রের দুই পাণ্ডা গ্রেপ্তার

খাস কলকাতায় চাকরির নামে প্রতারণা। আর সেই চক্রের পর্দাফাঁস হল। এই প্রতারণার ঘটনায় পুলিশের জালে আটক চক্রের দুই পাণ্ডা। সূত্রের খবর, শহরের নামি সরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে চলত মানুষ ঠকানোর কারবার। এই কাজ চলছিল বহুদিন ধরেই। মালদার বাসিন্দা স্বরূপানন্দ রায়ের কাছ থেকে অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল পার্থ নাথ সরকার ও নিত্যগোপাল রায়। এদের সঙ্গে জড়িয়ে আছে একটা বড় চক্র। যারা চাকরি, চিকিৎসা–সহ নানা সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করত। সেই জাল কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। দফায় দফায় তাদের জেরা করা হচ্ছে।
জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েকজন যুবকের থেকে অন্তত আড়াই লক্ষ টাকা হাতিয়েছে ওই চক্র। গত বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ নাথ সরকার ও নিত্যগোপাল রায় নামে চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করে ভবানীপুর থানার পুলিশ।