দেশ

পোশাক বিধিতে আটকে বিশ্বনাথ মন্দির!‌

দক্ষিণ ভারতের মন্দিরগুলির মতো এবার বারাণসীর বিশ্বনাথ মন্দিরেও পোশাক বিধি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই অবশ্য যথেষ্ট বিতর্কও শুরু হয়েছে। এবার সেখানে যাওয়ার কিছু নিয়মকানুন বেঁধে দিল সংগঠন। কাশী বিশ্বনাথ মন্দিরে শুরু হল ড্রেস কোড। শবরীমালা ইস্যুতে এমনিতেই বিতর্ক তুঙ্গে উঠে গিয়েছে। এবার তাতে যোগ হল বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির।
জানা গিয়েছে, এবার থেকে প্যান্ট শার্ট পরে আর মন্দিরের গর্ভগৃহে ঢোকা যাবে না। তাহলে কী পরে ঢোকা যাবে?‌ মন্দিরের গর্ভগৃহে ঢুকতে হলে পুরুষদের অবশ্যই পরনে থাকতে হবে ধুতি ও পাঞ্জাবী। মহিলাদের ক্ষেত্রে শাড়ি ছাড়া মন্দিরের গর্ভগৃহে প্রবেশ একেবারে নিষেধ।
কাশী বিদ্দত পরিষদের ঘোষিত এই ড্রেস কোড কবে থেকে চালু হবে তা এখনও জানানো হয়নি। পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যান্ট শার্ট–সহ অন্যান্য পশ্চিমী পোশাক কেউ পরলে তিনি মন্দির চত্বরে ঢুকতে পারবেন না। এমনকী গর্ভগৃহে ঢুকে বিশ্বনাথকে স্পর্শ করতে পারবেন না। সকাল ১১টা পর্যন্ত গর্ভগৃহে ঢুকে পুজো করা যাবে।