রাজ্য

পেঁয়াজের সেঞ্চুরিতে নাভিশ্বাস আমজনতার

বাজারে এবার সেঞ্চুরি করল পেঁয়াজ। তাতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ১০০ টাকা কেজিতে গিয়ে থেমেছে!‌ ফলে কিনতে গিয়েই চোখে জল আসছে ক্রেতাদের। বৃহষ্পতিবার ৭০, শুক্রবার ৮০, শনিবার–রবিবার ৯০ এবং সোমবার ১০০ টাকা কেজিতে পৌঁছেছে।
জানা গিয়েছে, সোমবার ভোরে কোলে মার্কেটের পেঁয়াজ পট্টিতে ৫০০ টাকা করে পাল্লা বিকেছে। এমনকী পাইকাররা বলেই রেখেছেন মঙ্গলবার থেকে পাল্লা পিছু দাম সাড়ে ৫০০ টাকা হবে। ফলে কেজি প্রতি ১০ টাকা বেড়ে যেতে পারে। এই পরিস্থিতি হলে খুচরো পেঁয়াজ বিক্রেতাকে তা কমপক্ষে ১১৫–১২০ টাকায় বিক্রি করতে হবে।
কিন্তু দাম বাড়ছে কেন পেঁয়াজের?‌ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, চলতি মরসুমের পেঁয়াজের এটাই শেষ স্টক। আপাতত আর জোগান নেই। কিন্তু চাহিদা একই আছে। তাই দাম বেড়েই চলেছে। রাজ্যে পেঁয়াজের মোট চাহিদা সাড়ে ৯ লক্ষ মেট্রিক টন। রাজ্য উৎপাদন করে সাড়ে ৬ লক্ষ মেট্রিক টন। ফলে ঘাটতি থেকে যায় তিন লক্ষের মতো। যা মিটিয়ে এসেছে নাসিক। এবার সেখানে বন্যায় সাড়ে ১৮ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে দামবৃদ্ধি হয়েছে।