রাজ্য

পেঁয়াজের দামবৃদ্ধিতে ফের নাভিশ্বাস!‌

আবার বাজারে অনেকটাই দাম বেড়েছে পেঁয়াজের। যার ফলে নাভিশ্বাস গৃহস্থের। এতটা দাম কেন বাড়ল তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে। অক্টোবর থেকে জানুয়ারির শুরুতে অস্বাভাবিক দাম বেড়ে গিয়েছিল। কেজিতে ১৫০ টাকা পর্যন্ত ওঠে। তারপর ডবল সেঞ্চুরি পর্যন্ত করে পেঁয়াজ। তারপর পেঁয়াজের দাম নামতে শুরু করে। বহু খুচরো বাজারে দাম ৫০ টাকা কেজিতে নেমে এসেছিল পেঁয়াজ। সেখানে আবার পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৭০ টাকা থেকে ৮০ টাকা কেজি।
এমন পরিস্থিতি হল কেন? কোলে মার্কেট ব্যবসায়ী সংগঠনের সভাপতি কমল দে জানান, সোমবার কোলে মার্কেটে পেঁয়াজের পাইকারি দাম ছিল কেজি প্রতি ৩৭ টাকা থেকে ৩৯ টাকা। অথচ খুচরো বাজারে পৌঁছনোর পর সেই পেঁয়াজেরই দাম হয়ে যাচ্ছে ৬০–৭০ টাকা। এমনকী একই গুণমানের পেঁয়াজ ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। ফলে পেঁয়াজ কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন ক্রেতারা।
এই বিষয়ে খাদ্যমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিক বলেন, ‘‌কৃষি বিপণন দপ্তরের অনুরোধে আমরা রেশন দোকানের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করেছিলাম। এখন দাম নামায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওরা যদি আবার বলে, তা হলে আমরা ফের ওই ভাবে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করব।’‌