বাংলাদেশ

পেঁয়াজের দামবৃদ্ধিতে নাভিশ্বাস বাংলাদেশের

পেঁয়াজের মূল্যবৃদ্ধির বেড়েই চলেছে পদ্মাপারে।তার ঝাঁঝে ত্রাহি ত্রাহি অবস্থা বাংলাদেশবাসীর। ফলে রাতের ঘুম ছুটেছে সরকারের নীতি নির্ধারকদের। ঘরোয়া চাহিদা সামাল দিতে গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পরে দাম রাতারাতি ওপার বাংলায় হু হু করে বাড়তে শুরু করেছিল। এই পণ্যের দাম বাড়তে বাড়তে ২৫০ টাকায় ওঠে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চীন, তুরস্ক এবং মিশর থেকে পেঁয়াজ আমদানি শুরু করে বাংলাদেশ সরকার। তারপর বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এই দুইয়ের ওপরে ভর করে দাম কিছুটা নাগালের মধ্যে আসতে শুরু করেছিল। কিন্তু শুক্রবার থেকে ফের পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। শুক্রবার থেকে এক ধাক্কায় বেড়ে হয়েছে ১৮০ টাকা। আর এতেই নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বৃষ্টিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। দেশি পেঁয়াজের পাশাপাশি বাড়ছে বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজের দামও। গত সপ্তাহে মিশর থেকে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে গড়ে ৬০ টাকা থেকে ৭০ টাকায়।