বাংলাদেশ

পেঁয়াজের ঝাঁঝে চোখে জল বাংলাদেশের

পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। তাই চাহিদা বেশি থাকলেও জোগান কমে গিয়েছে। ফলে তরতর করে বাড়ছে পেঁয়াজের দাম। রপ্তানি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে এশিয়ার অন্যান্য দেশগুলি। শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম।
জানা যাচ্ছে, ঢাকায় খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকায় (বাংলাদেশি মুদ্রায়)। চলতি সপ্তাহে হঠাৎ বৃদ্ধি পায় পেঁয়াজের দাম। বন্যার প্রকোপে ফলনও কমেছে পেঁয়াজের। ভারতের পেঁয়াজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত বাড়া ভাতে ছাই ফেলার মতো কাজ করছে।
যদিও পেঁয়াজের ঘাটতি এবং মূল্যবৃদ্ধির বিষয় অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। সে দেশের বাণিজ্য মন্ত্রকের এক কর্তা জানান, এখনও জোগান ভাল রয়েছে পেঁয়াজের। প্রয়োজনে মায়ানমার, তুরস্ক, মিশর এবং চীনে পেঁয়াজ রপ্তানির পরিকল্পনা করা হচ্ছে। তবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের আর একটি সূত্রে খবর, এই বছর পেঁয়াজ ঘাটতি ফলন হয়েছে। ভারত সম্পূর্ণভাবে রপ্তানি বন্ধ করে দেওয়ার এবার পেঁয়াজের ঝাঁঝ অনুভব করছে বাংলাদেশ।