দেশ

পুলিশ–মাওবাদী যুদ্ধে শহিদ ১৭

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় প্রাণ গেল ১৭ জন নিরাপত্তারক্ষীর। আহত হয়েছেন ১৫ জন। বস্তার এলাকার সুকমার জঙ্গলে ভয়ংকর হামলা চালায় মাওবাদীরা। গত দু’‌বছরে এটাই সবচেয়ে বড় হামলা। পুলিশ–মাওবাদী সংঘর্ষের খবরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে। চাপা আতঙ্কে ভুগছে জনগণ।
মাওবাদী অভিযান সেরে বেরিয়ে আসছিল নিরাপত্তা বাহিনীর একটি যৌথদল। তখনই চিনতাগুফা এলাকার কোরজগুদা পাহাড়ের কাছে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), বিশেষ টাস্ক ফোর্স এবং কোবিআরএ (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউশন অ্যাকশন) কমান্ডো ব্যাটালিয়ন, চিন্তাগুফা, বুর্কপাল এবং টাইমলওয়াডা শিবির থেকে এই অভিযান শুরু করেছিল। দলটি যখন কোরাজগুডা পাহাড়ে এগিয়ে যাচ্ছিল, তখন উভয়পক্ষের মধ্যে প্রবল গুলি বিনিময় হয়। পুলিশের গুলির জবাবে চার থেকে পাঁচজন মাওবাদী মারা গিয়েছে বলে খবর।
রবিবার ছত্তিশগড় পুলিশের ডিরেক্টর জেনারেল দুর্গেশ মাধব অবস্থি জানান, ‘‌স্পেশ্যাল টাস্ক ফোর্স ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ১৭ জন নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার করা হয়েছে।’‌ মাওবাদীদের হামলায় আরও ১৫ জন নিরাপত্তারক্ষী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর ১৬টি অস্ত্র লুঠ করে পালায় মাওবাদীরা।