আন্তর্জাতিক

পুড়ছে আমাজন

ভয়াবহ দাবানলে পুড়ছে পৃথিবীর ‘ফুসফুস’খ্যাত বিশ্বের সর্ববৃহৎ বনাঞ্চল আমাজন। শুক্রবার পর্যন্ত বনের দুই হাজার ৫০০টি এলাকা আগুনে পুড়েছে। প্রতি মিনিটে ভস্ম হচ্ছে দুটি ফুটবল মাঠের সমান এলাকা। এর পাশাপাশি বনখেকোদের দৌরাত্ম্য তো আছেই। কৃষি ও শিল্পের জন্যও উজাড় করা হচ্ছে বন। তাই পরিবেশ বিজ্ঞানীদের আশঙ্কা, এখনই বন ধ্বংস ঠেকানো না গেলে ২০৫০ সালের মধ্যে বনাঞ্চলটি হয়তো বিলীন হয়ে যাবে। আমাজন নদী অববাহিকায় নয়টি দেশের ৭০ লাখ বর্গকিলোমিটারে বিস্তৃত এ বনাঞ্চল থেকে পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেন উৎপাদিত হয়। এ কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়।

আমাজনের নিয়ন্ত্রণহীন দাবানলকে আন্তর্জাতিক সংকট হিসেবে অভিহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোন। মাক্রোন বলেন, আমাজন রেইন ফরেস্ট আমাদের গ্রহের ২০ শতাংশ অক্সিজেন সরবরাহ করে- তাতে আগুন জ্বলছে। জরুরি ভিত্তিতে জি-৭ সম্মেলনের প্রথম দুই দিনে সদস্যদের এ বিষয়ে আলোচনা করতে হবে। জানা যায়, ফ্রান্সের বিয়ারিৎজ শহরে আজ শনিবার থেকে শুরু হচ্ছে শিল্পোন্নত সাত দেশ- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জি-৭-এর সম্মেলন।

আমাজন জঙ্গল প্রতি বছর ২০০ কোটি টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। আর পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদন করে। বৈশ্বিক উষ্ণতা বাড়ার হার কমাতে এই বনভূমির বিশাল ভূমিকা রয়েছে।