পিত্তথলি থেকে নিঃসৃত পিত্তরস খাবার হজমে সাহায্য করে। রক্তে কোলেস্টেরল কিংবা বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে পিত্তরস জমে গিয়ে পিত্তথলিতে পাথর সৃষ্টি করতে পারে। পুরুষদের তুলনায় নারীরাই এ সমস্যায় বেশি আক্রান্ত হন।
পিত্তথলিতে পাথর হলে কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন-
১. পেটের ওপরের অংশে ডান দিকে তীব্র ব্যথা হওয়া এবং ওই ব্যথা ডান কাঁধে ছড়িয়ে পড়া।
২. কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে।
৩. জ্বরের সঙ্গে বমি বমি ভাব বা বমিও হতে পারে।
৪. চর্বিজাতীয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার বা মাংস খেলেই পেটে ব্যথা হওয়া।
৫. জ্বরের সঙ্গে জন্ডিসের লক্ষণও প্রকাশ পেতে পারে।
শরীরে এ ধরণের লক্ষণ দেখা দিলে একেবারেই অবহেলা করা ঠিক না। সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।