পিছিয়ে যাচ্ছে টোকিও অলিম্পিকস ২০২০। বিশ্বজুড়ে ক্রীড়ামহলের চাপে পড়ে শেষপর্যন্ত টোকিও অলিম্পিক স্থগিত করতে বাধ্য হল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আইওসি’র সদস্য ডিক পাউন্ড এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এই বছরের অলিম্পিক আগামী ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জন্য অলিম্পিক স্থগিত করার আবেদন জানাচ্ছিল একাধিক দেশ। সেই আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী শিনজো আবে। তাতে সাড়া দিয়ে ২০২১ সাল পর্যন্ত অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান থমাস ব্যাচ দু’জনে মিলেই এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। জানা গিয়েছে, অলিম্পিক সম্ভবত ২০২১ সালে আয়োজন হতে পারে। ডিক পাউন্ড জানিয়েছেন, ‘আপাতত নির্ধারিত সময়ে অলিম্পিক শুরু হচ্ছে না। পরবর্তী পদক্ষেপ আইওসি বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। তখনই পরবর্তী সূচি ঠিক হবে। করোনার জেরে যা পরিস্থিতি তাতে এখন বৈঠকও সম্ভব নয়।’ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের কথায়, ‘প্রেসিডেন্ট ব্যাচের কাছে আমি অলিম্পিকস ১ বছরের জন্য পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলাম। আর ব্যাচ সেই সিদ্ধান্তে ১০০ শতাংশ সম্মতি জানিয়েছেন।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আইওসি’র সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষায় ছিল। তারাও চাইছিল অলিম্পিক এবার বাতিল হোক। শেষপর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্জি মেনে অলিম্পিক স্থগিত করে দিল আইওসি। ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত টোকিওতে বসার কথা ছিল অলিম্পিকসের আসর। করোনা বিশ্বজুড়ে মহামারী ঘোষণা হওয়ার পরও অলিম্পিকস অভিযান থমকাবে না বলে জোর দিয়ে জানিয়েছিলেন আয়োজকরা। তবে এবার তারাই অলিম্পিক গেমস স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন। ১২৪ বছরের ইতিহাসে এই প্রথম ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে পিছিয়ে গেল অলিম্পিক। এর আগে ১৯১৬ ও ১৯৪০ সালে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বন্ধ হয়েছিল এই প্রতিযোগিতা।
