China has purchesed 25% share of Indian on of the largest home finance bank HDFC.
অর্থনীতি দেশ

পা রাখতেই পড়ল সেনসেক্স!‌

মার্কিন প্রেসিডেন্ট ভারতে পা রাখলেন আর সোমবার বড় পতনের সঙ্গে খুলল শেয়ার বাজার। আজ সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স পড়ে যায় ৪৫০ পয়েন্ট। অর্থনীতির সর্বনাশ হিসাবে দেখা গেল শেয়ার সূচকের পতন। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তাও সেনসেক্সের উপর প্রভাব ফেলেছে বলে মত বিশেষজ্ঞদের। আজ এশিয়ার সব বড় শেয়ারবাজার খোলে নিম্নমুখী গ্রাফে।
এদিকে ট্রাম্প প্রশাসনের কর্তারা স্বীকার করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালে কোনও বাণিজ্য চুক্তি নাও হতে পারে। কারণ হিসাবে তাঁরা জানিয়েছেন, এখনও বাণিজ্য খাতে ভারতের আরোপিত বিধি নিষেধ নিয়ে বড় উদ্বেগে রয়েছে আমেরিকা। যদিও ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে জানান, ভারতীয় সেনার জন্য ৩ বিলিয়ন ডলারের বেশি প্রতিরক্ষা সরঞ্জামের চুক্তি করব।
উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। এমনকী আমেরিকা ভারতকে তাদের জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্স প্রোগ্রাম থেকে বাদ দেয়। ফলে বিনা শুল্কে ৫.৬ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ পর্যন্ত যে রপ্তানি করতে পারত তা বন্ধ হয়ে যায়। ভারত পাল্টা আমেরিকার বেশ কয়েকটি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দেয়।