নাগরিকত্ব নিয়ে বরাবরই ট্রলের শিকার হন অক্ষয়। কয়েক বছর আগে জানাজানি হয়, তিনি কানাডার নাগরিকত্ব নিয়েছেন। তখন থেকেই নিন্দুকেরা বলাবলি করছে, দেশপ্রেম বা দেশের ভালোমন্দ নিয়ে কথা বলার কোনও অধিকার তার নেই। কারণ তিনি নিজেই ভারতীয় নাগরিক নন। এ বছরের শুরুর দিকে লোকসভা নির্বাচনে অক্ষয় ভোট দিতে পারেননি। এ নিয়ে তখন আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। শেষমেষ এক বিবৃতিতে কানাডার নাগরিকত্ব থাকার কথা তিনি স্বীকার করেন।
অবশেষে অক্ষয় ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন। শিগগিরই তার হাতে আসবে এটি। শুক্রবার (৬ ডিসেম্বর) দিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের ১৭তম আসরে তিনি সুখবরটি দেন। এ সময় মঞ্চে তার পাশে ছিলেন কারিনা কাপুর খান। তাদের নতুন ছবি ‘গুড নিউজ’ মুক্তির অপেক্ষায় আছে। কানাডার নাগরিকত্বকে ঘিরে বিতর্ক প্রসঙ্গে জানতে চাইলে অক্ষয় বলেন, ‘অনেক আগের কথা। আমার ১৪টি ছবি ফ্লপ হয়েছিল। এ কারণে তখন ভেবেছিলাম অন্য কিছু হয়তো করতে হবে। কানাডায় আমার ঘনিষ্ঠ বন্ধুদের একজন থাকে। তাকে ধারাবাহিক ছবি ফ্লপের কথা জানাই। সে আমাকে বলেছিল, ‘অক্ষয় তুই কানাডায় চলে আয়। আমরা মিলেমিশে কাজ করবো।’ সে ভারতীয় বংশোদ্ভুত, তবে কানাডাপ্রবাসী। তাই কানাডায় কাজ করতে কানাডিয়ান পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া শুরু করি। বলিউডে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে কাজটা করেছি। যাই হোক, ভাগ্য ভালো ১৫তম ছবিটি হিট হয়েছে। এরপর আর পেছনে তাকাইনি। যদিও কখনও ভাবিনি পাসপোর্ট বদলাবো। তবে এখন ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছি। কারণ এ বিষয় নিয়ে লোকে পেছনে লেগে থাকে বলে আমার দুঃখ হয়। নিজেকে হিন্দুস্তানি বোঝাতে আমাকে ছোট একটি বই দেখাতে হবে। সেটাই আমার পাসপোর্ট। এটা আমাকে পীড়া দিয়েছে। এজন্য কাউকে আর কটূকথা বলার সুযোগ দিতে চাই না। তাই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছি। খুব সহসা পাসপোর্ট পেয়ে যাবো।’