আন্তর্জাতিক

পানির নিচে বিয়ের প্রস্তাব : প্রেমিকের মৃত্যু!

অভিনব উপায়ে বিয়ের প্রস্তাব দিয়ে প্রেমিকাকে খুশী করতে গিয়ে এক আমেরিকান প্রেমিক দুর্ভাগ্যজনকভাবে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। স্টিভ ওয়েবার নামের এই ব্যাক্তি চেয়েছিলেন ভিন্নরকম কিছু করতে। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটা স্মরণীয় করে রাখতে তিনি নেমেছিলেন পানিতে। ভেবেছিলেন পানির নিচ থেকেই প্রেয়সীকে বিয়ের প্রস্তাব দেবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। সম্প্রতি মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে তানজানিয়ার অ্যান্টোয়াইন পেম্বা দ্বীপে। ফেসবুক পোস্টে ওয়েবারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে তার প্রেমিকা কেনেশা লেখেন ‘ওই গভীর পানি থেকে ওয়েবারে আর উঠে আসেনি। ভাগ্যের নির্মম পরিহাসে যেটি আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হওয়ার কথা ছিল, সেটি সবচেয়ে দু:খজনক দিনে পরিণত হলো।’

মান্টা রিসোর্টের পক্ষ থেকে জানানো হয়, আন্ডারওয়াটার রুম থেকে একা ডাইভ করার সময় দূর্ভাগ্যজনকভাবে ডুবে গেছেন ওয়েবার। তারা আরও জানায়, ওইদিন সাঁতারের পোশাক পড়ে হাতে একটি চিরকুট নিয়ে পানির নীচে নেমেছিলেন ওয়েবার।