ফের মেট্রো লাইনে আগুনের ফুলকি। আর তাতে চূড়ান্ত দুর্ভোগের শিকার হন যাত্রীরা। ট্রেন চালু করতে গেলে ফের আগুনের ফুলকি দেখা গিয়েছে রবীন্দ্র সদনে মেট্রো স্টেশনে। রেকটিকে কারশেডে নিয়ে যাওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ করতেই থার্ড রেলে ফের আগুনের ফুলকি দেখা যায়। রবীন্দ্র সদন স্টেশনে আপ লাইনে আগুনের ফুলকি দেখা যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। পরে আংশিক চালু করা হয়।
জানা গিয়েছে, আপৎকালীন ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন তাঁরা। সুড়ঙ্গের ভেতর নিয়ে আসা হয়েছে অগ্নি নির্বাপণ যন্ত্র। বিভ্রাটের জেরে বিপর্যস্ত মেট্রো পরিষেবা। ঘটনাস্থলে এসেছে দমকলও। মেট্রো সূত্রে খবর, সোমবার বেলা পৌনে ১টা নাগাদ প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা প্রথম রেল লাইনে আগুনের ফুলকি দেখতে পান। তা দেখেই চেঁচামিচি শুরু করে দেন নিত্যযাত্রীরা। তাঁদের চিৎকার থেকে খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন রেলকর্মীরা। এই ঘটনা ফের মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কবি সুভাষগামী একটি এসি রেক রবীন্দ্র সদনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পরই থার্ড লাইনে আগুনের ফুলকি দেখা যায়। তা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ট্রেন খালি করে দেওয়ার জন্য ঘোষণা করা হয়। দ্রুত যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন মেট্রো কর্তারা। কেন আগুনের ফুলকি দেখা গেল? তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। যার জেরে দেড় ঘণ্টার উপর বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা।
তবে বেশ কিছুক্ষণ পরে সেন্ট্রাল থেকে নোয়াপাড়া এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। কিন্তু পুরো যাত্রাপথে কখন পরিষেবা চালু করা যাবে তা নিশ্চিত করে বলতে পারেননি মেট্রো কর্তৃপক্ষ। গোটা প্ল্যাটফর্ম চত্বর কালো ধোঁয়ায় ভরে যায়। এখনও মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানাননি কীভাবে এই বিপত্তি ঘটেছে। যাত্রীদের অভিযোগ, ঘটনা ঘটার পর অন্যান্য স্টেশনে মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট কোনও ঘোষণা করেনি রবীন্দ্র সদনের ঘটনার বিষয়ে। ফলে বিভ্রান্তির মধ্যে থেকে অনেকেই আধ ঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টা মেট্রো স্টেশনে অপেক্ষা করে সময় নষ্ট করেন। নিত্যদিনের এই ভোগান্তিতে ক্ষুব্ধ মেট্রো যাত্রীরা। কর্তৃপক্ষের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন তাঁরা।