ফের সীমান্তে নাশকতার জিগির তুলল পাকিস্তান। শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ আচমকাই নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। রাজৌরি জেলার বিভিন্ন গ্রামে গোলা এসে পড়ে। ফলে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। পরে ভারতীয় সেনা জওয়ানরা পালটা জবাব দিলে পিছু হঠতে বাধ্য হয় পাক জঙ্গি বাহিনী।
সেনাবাহিনী সূত্রে খবর, সুন্দরবেনি সেক্টরে দীর্ঘক্ষণ দু’পক্ষের গোলাগুলি বিনিময় চলে। এদিন পাকিস্তান বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে। ভারতীয় সেনাবাহিনী তার পালটা জবাব দিয়েছে। তবে পাকিস্তানের গোলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
শীতের মরশুমে ভারতে অনুপ্রবেশের ছক কষেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এই সতর্কবার্তা আগেই দিয়েছিল গোয়েন্দারা। এবার সেই চেষ্টাই করা হল পাকিস্তানের জঙ্গি সংগঠনের পক্ষ থেকে। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই খবর। তবে এখনও জানা যায়নি ভারতের পাল্টা জবাবে কজন জঙ্গি নিকেশ হয়েছে।
