পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় অনন্ত ৭১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে করাচি থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুরে তেজগাম এক্সপ্রেস ট্রেনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে এই আগুন লাগে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ জানান, ট্রেনের যাত্রীরা সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ট্রেনে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রেনের তিনটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রশিদ। সাদিকাবাদে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহতের মাত্র তিন মাসের মধ্যে ফের এমন দুর্ঘটনা ঘটলো।
সম্পর্কিত খবর
রাজ–দিলীপের পৈতৃক ভিটে অধিগ্রহণ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
খাইবার পাখতুনখোয়ার পুরাতত্ত্ব বিভাগের অধিকর্তা আবদুল সামাদ জানান, ইদ মিটলে বাড়িগুলির সংস্কারের কাজ শুরু হবে।
শহিদ চার জওয়ান, নিকেশ ৩ জঙ্গি
Posted on Author নিজস্ব সংবাদদাতা
ভূস্বর্গে অনুপ্রবেশের সময় তিন পাকিস্তানের জঙ্গিকে নিকেশ করলেন ভারতীয় জওয়ানরা। ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে।
রাষ্ট্রপুঞ্জে বাদানুবাদ ইসলামাবাদ–নয়াদিল্লির
Posted on Author নিজস্ব সংবাদদাতা
কৌশলে কাশ্মীর ইস্যু তুলে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে বাজিমাত করতে গিয়েছিল পাকিস্তান। জবাবে ভারতের পক্ষে থেকে জোরালো থাপ্পড় খেল বিশ্বের মাটিতে। ভারতের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তানের আস্পর্ধা এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। কারণ তারা অন্যদের বিরুদ্ধে অভিযোগ তোলে আর নিজেরা রাষ্ট্র পরিচালিত নাশকতা করে।