রবিবার পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি ৪–৫টি পাক সেনাও নিকেশ হয়েছে বলে খবর। ধ্বংস হয়েছে ৪টি লঞ্চপ্যাড। বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করার জন্যে পাকিস্তানকে মোক্ষম জবাব দিল ভারত। পাক সেনার গুলিতে দুই সেনাবাহিনীর জওয়ান এবং এক সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পেয়েই ব্যাপক অভিযান করে ভারতীয় সেনাবাহিনী।
কাশ্মীরের তংধর সেক্টরের উল্টোদিকে পাক অধিকৃত কাশ্মীরের নীলম ঘাটেই গজিয়ে উঠেছিল জঙ্গি ঘাঁটি। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনার গুলিতে নিকেশ হয়েছে কমপক্ষে ১০–১৫ জঙ্গি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক লঞ্চ প্যাড এবং জঙ্গি ঘাঁটি। জম্মু–কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেপাকিস্তান। যার জেরে কুপওয়ারা জেলার তংধর সেক্টরে শহিদ হন দুই জওয়ান। পাকিস্তানের দিক থেকে পাক সেনার অতর্কিত গুলি চালনায় নিহত আরও এক সাধারণ নাগরিক। আহত আরও তিন জন। গুলির পালটা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। একইসঙ্গে রবিবারের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্ত লাগোয়া দুটি বাড়িও। একটি গুদাম ঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি। মারা গিয়েছে দুটি গরু।
পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, ভারত বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সাধারণ বাসিন্দাদের লক্ষ্য করে গোলাগুলি ছুঁড়েছে। তাতে এক সেনা জওয়ান এবং তিন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। পাক সেনার জনসংযোগ বিভাগের ডিজি মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে লেখেন, ‘ভারতীয় সেনাবাহিনী বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে জুরা, শাহকোট এবং নৌসেরা সেক্টরে সাধারণ নাগরিকদের নিশানা করেছে। পাক সেনা তার যোগ্য জবাব দিয়েছে। ৯ জন ভারতীয় সেনা জওয়ানের মৃ্ত্যু হয়েছে। দু’টি বাঙ্কার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোলাগুলিতে এক সেনা জওয়ান, তিন গ্রামবাসীর (পাক অধিকৃত কাশ্মীরে) মৃত্যু হয়েছে।’
ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র সূত্রে খবর, দুই জওয়ানের মৃত্যুর পর পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা জওয়ানরা। এতে পাক সীমানায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তংধর সেক্টরের উল্টোদিকে নীলম উপত্যকায় একাধিক জঙ্গি ঘাঁটি রয়েছে। সেগুলি থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় জঙ্গিরা। পাক সেনা তাতে মদত দেয় এবং সাহায্য করে। রবিবার ভোরেও জঙ্গিদের সক্রিয় কার্যকলাপ ও গতিবিধি নজরে আসার পরেই জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ করা হয়েছে এবং জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে অ্যাটিলারি গান ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী। এতে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। পাশপাশি পাক সেনার একাধিক আউটপোস্টও ধ্বংস হয়েছে।