পাকিস্তানের আইনমন্ত্রী ফারুগ নাসিম পদত্যাগ করেছেন। দেশটির সেনাপ্রধানের হয়ে সুপ্রিম কোর্টে লড়তে ইমরানের মন্ত্রিসভার এই আইনমন্ত্রী পদত্যাগ করেন বলে জানা গেছে। পাকিস্তানে সেনাপ্রধানের মেয়াদবৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে দেশিটির সুপ্রিম কোর্টের বিবাদ শুরু হয়েছে। সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বৃদ্ধি করে প্রধানমন্ত্রী ইমরান খান যে প্রজ্ঞাপন জারি করেছিলেন তা স্থগিত করেছে আদালত। কিন্তু ইমরান সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জে করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে দ্য জুরিস্ট ফাউন্ডেশন। সেই পিটিশনের ভিত্তিতে আদালত গতকাল প্রজ্ঞাপনটি স্থগিত করে। আজ বুধবার এর শুনানি অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট এই স্থগিতাদেশ দিলে মন্ত্রিসভার এক জরুরি বৈঠক শেষে আইনমন্ত্রী ফারুগ নাসিম পদত্যাগের ঘোষণা দেন। দেশটির রেলওয়ে মন্ত্রী শেখ রশিদ বলেন, ইমরান খান আইনমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মূলত আদালতে সেনাপ্রধানের হয়ে মামলাটি লড়তে তাকে পদত্যাগের নির্দেশ দেন ইমরান খান।
সম্পর্কিত খবর
পাক জঙ্গি ছাউনি ধ্বংস করল ভারত
Posted on Author নিজস্ব সংবাদদাতা
পান্ডু এলাকায় পাকিস্তানের পোস্ট ধ্বংস করল ভারতীয় সেনাবাহিনী।
রাজ–দিলীপের পৈতৃক ভিটে অধিগ্রহণ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
খাইবার পাখতুনখোয়ার পুরাতত্ত্ব বিভাগের অধিকর্তা আবদুল সামাদ জানান, ইদ মিটলে বাড়িগুলির সংস্কারের কাজ শুরু হবে।
পাক আকাশপথ ব্যবহার করে নজরদারি চালাচ্ছে চিন
Posted on Author নিজস্ব সংবাদদাতা
চিনের প্রধান বন্ধু হল পাকিস্তান। তাই বারবার পাকিস্তান অন্যায় করলেও তাকে আশ্রয় দিয়েছে চিন। এখন লাদাখের গলওয়ানে ভারত–চিন সেনা সংঘর্ষের পর বেশ বেকায়দায় পড়েছে চিন। কারণ সোজা রাস্তায় নজরদারি করা সম্ভব হচ্ছে না।