শুরু কাউন্টডাউন। মহারাষ্ট্রে গণনার ট্রেন্ড বলছে এখানে গেরুয়া ঝড় উঠবেই। কিন্তু হরিয়ানায় কী ত্রিশঙ্কু হবে? উত্তর এখনও স্পষ্ট না হলেও জয় উদযাপনের তোরজোড় শুরু হয়ে গিয়েছে মুম্বইয়ে বিজেপি’র প্রধান কার্যালয়ে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই জানানো হয়েছে মহারাষ্ট্রে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি–শিবসেনা জোট। ইতিমধ্যেই শিবসেনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জোট অব্যাহত থাকছে। তাই জোর আয়োজন করা হয়েছে বিজেপি’র পক্ষ থেকে।
দলীয় সূত্রে খবর, সুখবর ভাগ করার সময়ে মিষ্টিমুখের আয়োজন করা হয়েছে। বরাত দেওয়া হয়েছে ৫ হাজার লাড্ডু বানানোর। একই সঙ্গে প্রধান কার্যালয়ে লাগানো হয়েছে বিশাল মাপের স্ক্রিন, যেখানে লাইভ ভোট গণনা দেখানো হবে। মিষ্টির পাশাপাশি অর্ডার দেওয়া হয়েছে ফুলের মালারও।
উল্লেখ্য, বুধবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। ২১ অক্টোবর এক দফার নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে ২৮৮টি আসনে। ৬১.১৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। হরিয়ানায় জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখানে মোট আসন ৯০টি। প্রাথমিক ট্রেন্ডে দেখা গিয়েছে, গেরুয়া শিবির এগিয়ে রয়েছে ৩১টি আসনে। কংগ্রেস এগিয়ে ২৬টি আসনে। এছাড়া জেজেপি ৯টি, আইএনএলডি ১টি ও অন্যান্যরা ১০টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস সুত্রে খবর, ভূপেন্দ্র সিং হুডার সঙ্গে ফোনে কথা বলেছেন সোনিয়া গান্ধী।
