বিনোদন

পশুপাখির পেছনে ছোটাছুটি করছেন শুভশ্রী

হোটেলের খোলা বাগানে ঘুরে বেড়াচ্ছে ময়ূর। সেদিকেই নজর অভিনেত্রী শুভশ্রীর। ময়ূরের নজর কাড়ার চেষ্টা করতে তাদের মতো ডাকার চেষ্টা করেন। অথচ পাত্তা পাচ্ছিলেন না তিনি। কিন্তু শুভশ্রীর পাত্তা পেতে তার পেছনে ক্যামেরা নিয়ে ঘুর ঘুর করছিলেন পরিচালক রাজ চক্রবর্তী।

সামাজিকমাধ্যমে পোস্ট করে দেন সেই ভিডিও। ভিডিওতে দেখা গেছে, ময়ূর, কাক, শিয়াল, সিংহসহ বিভিন্ন বন্যপ্রাণীর ডাক শুভশ্রী নকল করে দেখিয়েছেন। এতে তার শিশুসুলভ ভঙ্গিই প্রকাশ পেয়েছে। কোথা থেকে ভিডিওটি নেয়া হয়েছে, তা অবশ্য জানা সম্ভব যায়নি। রাজ পুরুলিয়াতে ধর্মযুদ্ধ চলচ্চিত্রের শুটিংয়ে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানেই এমন কাণ্ড ঘটতে পারে। এর আগে সেখানকার একটা ভিডিও নিজের ফ্যান পেজে এই অভিনেত্রী শেয়ার করেছিলেন।