হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের মেয়ে মিকেইলা পর্ন ছবিতে অভিনয় করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ২৩ বছরের মিকেইলা। ‘জুরাসিক পার্ক’, ‘ইটি’র পরিচালক স্পিলবার্গ দত্তক নিয়েছিলেন মিকেইলাকে। পর্নস্টার আরও জানিয়েছেন, তাঁর ‘কাজ নিয়ে বাবার কোনও আপত্তি নেই।’ বরং স্পিলবার্গ মেয়েকে উৎসাহ দিয়েছেন।
আমেরিকার ন্যাশভিলের বাসিন্দা মিকেইলা সাক্ষাৎকারে ‘ছোটবেলার অত্যাচারের’ কথাও জানিয়েছেন। দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলাইয় তিনি পারিবারিক হিংসার শিকার ছিলেন। পরে তাঁকে দত্তক নেন পরিচালক স্পিলবার্গ ও তাঁর স্ত্রী কেট। চাকরিতে ‘উৎসাহ’ হারিয়েই পর্ন ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছাপ্রকাশ করেন মিকেইলা। তাঁর কথায়, ‘শরীরের সদ্ব্যবহার’ করে তিনি ‘সন্তুষ্ট’। নতুন কেরিয়ারে আরও বেশি আত্মবিশ্বাসী হয়েছেন বলেও জানিয়েছেন স্পিলবার্গ-কন্যা। এখনও পর্যন্ত ‘সিঙ্গল ভিডিয়ো’তেই মিকেইলা কাজ করেছেন। ভবিষ্যতে তিনি আরও বেশি ভিডিয়োতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।